Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদনপুজোয় মনামীর 'কল্কি' আসছে অন্যায়ের বিনাশ করতে ..
Kolki

পুজোয় মনামীর ‘কল্কি’ আসছে অন্যায়ের বিনাশ করতে ..

'কল্কি' মিউজিক ভিডিও দেখলে পাড়ার দুর্গাপুজো ভেসে ওঠে মনে

কলকাতা: ‘কল্কি'(Kolki) অবতারে অভিনেত্রী মনামী ঘোষ(Monami Ghosh) অন্যায়ের প্রতিশোধ নিতে পুজোয় আসছেন। এবার পুজোয় মনামীর নতুন মিউজিক অ্যালবাম মুক্তি পেয়েছে। ‘কল্কি’ এমন একজন যে সমস্ত অন্যায়ের বিনাশ করে। এমনটাই জানাচ্ছেন ‘কল্কি’ চরিত্রে অভিনেত্রী মনামী।

আরও পড়ুন:আগামী অক্টোবরে ক্যাটরিনা- ভিকির সংসারে কি আসছে নতুন অতিথি! বেবি বাম্পের ছবি প্রকাশ

প্রসঙ্গত, এর আগে ‘ভিটামিন এম'(Vitamin M) কিংবা ‘আইলো উমা বাড়িতে'(Aiylo Uma Barite) এমন মিউজিক ভিডিও(Music Video) নিজের সংস্থা থেকে প্রকাশ করেছেন মনামী। প্রতিবছরই তিনি পুজোয় নতুন মিউজিক ভিডিও নিয়ে আসেন।এবার পুজো উপলক্ষে ‘কল্কি’ নতুন মিউজিক ভিডিও নিয়ে এলেন মনামী ঘোষ। কার্যত প্রতিবছর মনামী জ এই মিউজিক ভিডিও পুজোর থিম সং(Pujo theme song) হয়ে যায়। এর আগে ‘আইলো ওমা বাড়িতে’ গানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।

‘কল্কি’ মিউজিক ভিডিও(‘Kolki’ Music video) দেখলে পাড়ার দুর্গাপুজো(Durga pujo) ভেসে ওঠে মনে। পুজো শেষ হয়ে গেলে মাকে বরণ করে পাড়ার মেয়েরা। নাচে গানে আর সিদুরের খেলায় মাকে বিদায় দেয় তারা। এবারের ভিডিওতেও অন্যান্য বারের মতো ‘সুইট সিক্সটিন'(Sweet Sixteen) ইমেজের তন্বী শরীরে নাচের হিল্লোল তুলে নজর কেড়েছেন মনামী। শুধু বিদায়ের গল্প নয়, এক চিরন্তন প্রতিশোধের কাহিনী উঠে আসবে এই মিউজিক ভিডিওতে। ‘কল্কি’ এমন একজন যে সমস্ত নাকি বিনাশ করবে…. আমরা তো তার অপেক্ষাতেই থাকি। মনামীর মতে দেবী হিসেবে সব সময় মাকে সবার আগে পুজো করা উচিত।

দেখুন অন্য খবর:

Read More

Latest News